Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২৪

কর্মসূচির সুবিধাভোগী জনগোষ্ঠী

জরিপের মাধ্যমে প্রতি উপজেলা হতে ৩০টি দল গঠনের মাধ্যমে অপ্রধান শস্য উৎপাদনের সাথে সম্পৃক্ত দরিদ্র ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষী  ৭৬৮০টি দল নির্বাচিত করে ৬৪টি জেলার ২৫৬টি উপজেলায় মোট ২৭০০০০ জন উপকারভোগী সদস্যকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অভিষ্ঠ জনগোষ্ঠী নির্বাচনের মাপকাঠি নিম্নরুপ:

ক)  যাদের নিজস্ব মালিকানায় কোন চাষযোগ্য জমি নেই, যেমন বর্গাচাষী, কৃষি শ্রমিক ও ভূমিহীন;

খ)  এলাকাভেদে যাদের নিজস্ব মালিকানায় ০.১০-০.৫০ একর পর্যন্ত জমি রয়েছে (বর্গাচাষী/ দরিদ্র কৃষক);

গ)  যাদের নিজস্ব মালিকানায় ০.৫১-১.২০ একর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে (ক্ষুদ্র চাষী);

ঘ)  যাদের নিজস্ব মালিকানায় ১.২১-২.০০ একর পর্যন্ত জমি রয়েছে (প্রান্তিক কৃষক) এবং

ঙ) যে সকল কৃষক অপ্রধান শস্য চাষে আগ্রহী, যাদের বাড়ির আশেপাশে/আঙ্গীনায়/রান্নাঘরের পার্শ্বে চাষযোগ্য পতিত জমি রয়েছে, অপ্রধান শস্য বাজারজাতকরণের সহিত সম্পৃক্ত এবং সাংগঠনিক কাজে আগ্রহী, এছাড়া প্রয়োজনীয় উপকরণ (জমি, সেচ ব্যাবস্থা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ ইত্যাদি) সহ সহায়ক উপাদান আছে, তাদেরকেও উদ্বুদ্ধকরণ ও প্রকল্প থেকে প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হবে।