Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২০

প্রকল্পের ফলাফল

প্রস্তাবিত প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন, বর্গাচাষী, ছিটমহলবাসী এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ সহ জাতীয়ভাবে উন্নয়ন হবে। এ প্রকল্প  বিভিন্ন সরকারী কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত সংযোগ স্থাপনের ফলে কৃষির উৎপাদন অভূতপূর্ব বৃদ্ধির সুযোগ বয়ে আনবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে নিম্নবর্ণিত ফলাফল আশা করা যায়:
ক) ২৫৬টি উপজেলাধীন  ৭৬৮০ টি দল নির্বাচিত হবে;
খ) ডিসেম্বর  ২০২৩ এর মধ্যে ২৭০০০০ জন সদস্য নিয়ে ৭৬৮০ টি নতুন সমিতি গঠন হবে;
গ) ডিসেম্বর ২০২০ এর মধ্যে ৫,৯৪০টি পুরাতন দল পূনর্গঠিত হবে;
ঘ) ডিসেম্বর  ২০২২ এর মধ্যে ৩২৪০.০০ লক্ষ টাকা সঞ্চয় জমাদান ও যথাযথ ব্যাবহার নিশ্চিত করা হবে;
ঙ) জুন ২০২৩ এর মধ্যে মোট ৪৪৮২০ জন সদস্য ৯টি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হবে;
চ) জুন ২০২৩ এর মধ্যে মোট ২৫৬ টি উপজেলায় ৭৬৮০টি প্রদর্শনী প্লট স্থাপিত হবে;
ছ)  জুন ২০২৩ এর মধ্যে  মোট ১৯টি শস্যের বীজ ২৭০০০০জন কৃষকের মধ্যে  সরবরাহ করা হবে;
জ)  ৬৪টি জেলায় ৬৪০ জন পাইকারী বিক্রেতার সাথে ৬৪ টি টিমের মাধ্যমে বিপণন সংযোগ স্থাপন করা হবে;
ঝ) সুবিধা বঞ্চিত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডের (ভার্মি কম্পোষ্ট সার তৈরী, শস্য বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি) দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে। ফলে তারা শহরমূখী না হয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হবে।
ঞ)    উক্ত প্রস্তাবিত প্রকল্প শুধুমাত্র নারীর জন্য কর্মসংস্থান ও আয়ের সৃষ্টি হবেনা বরং নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটানো সম্ভব হবে।