‘অপ্রধান শস্য কর্মসূচি’টি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) আওতায় ০১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ হতে দেশের ৬৪ জেলার ২৫৬টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
বিস্তারিত:
অপ্রধান শস্য (ডাল, তেল ও মশলা জাতীয় ফসল) উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক ০১ জানুয়ারি ২০১৯ খ্রিঃ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ মেয়াদে “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। উক্ত প্রকল্পের মেয়াদ সমাপ্তির পর ঋণ কার্যক্রম চলমান রাখার স্বার্থে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন-২০১৮ এর ধারা ১০(৪), প্রকল্পের ডিপিপি’র এক্সিট প্ল্যান এবং প্রকল্প স্টিয়ারিং কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী “অপ্রধান শস্য কর্মসূচি” চালু হয়। কর্মসূচি’টি বিগত ০১/০১/২০২৪ খ্রিঃ হতে দেশের ৬৪ জেলার ২৫৬ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।